প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

পটিয়ায় তাজেদারে মদিনা সুন্নীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনবধি
চট্টগ্রামের পটিয়ায় তাজেদারে মদিনা সুন্নীয়া মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বৈলতলী রোড,”তাজেদারে মদিনা-সুন্নিয়া-মডেল-মাদরাসা”র হল রুমে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
 অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় ও তাজেদারে মদিনা সুন্নিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ ফোরকান উদ্দীন কাদেরীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাশিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আল্লামা করিম সুন্নী আল কাদেরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,পটিয়া লিটেল জুয়েল চাইড কেয়ার এর পরিচালক জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠ ও নিউজ টুডে’র সম্পাদক ও প্রকাশক  মুহাম্মদ হেলাল উদ্দিন নিরব, পটিয়া আদালত সরকারি কর্মচারি জনাব মুহাম্মদ মাহবুবুল আলম, পটিয়া ছবুর রোড ফিটনেস এর স্বত্বাধিকারী মুহাম্মদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহ সুপার ও সিনিয়র শিক্ষিকা নাসরিন সুলতানা,সহকারী শিক্ষিকা লিজা আক্তার,সানজানা সানম,নারগিছ আক্তার প্রমুখ।
শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত,হাদীস শরীফ,হামদ-নাত,গুরুত্বপূর্ণ  মাসআলা,কবিতা আবৃত্তি,বাংলা,ইংরেজি,ও আরবিতে বক্তব্যের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি মুখরিত করে তুলেছেন। এবং  মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাত এবং মধ্যে দিয়ে  অনুষ্ঠান শেষ হয়।

প্রিন্ট করুন