প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

পুনরায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোলাম সারোয়ার 

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুনরায় স্বীকৃতি স্বরুপ সম্মাননা পুরস্কার পেয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার।
গত বুধবার (২৬ নভেম্বর)  চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো: সাইফুল ইসলাম সানতু ( বিপিএম-বার) শ্রেষ্ঠ ওসি গোলাম সারোয়ারের হাতে ক্রেস্ট ও সদন তুলে দেন।
জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের গত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চন্দনাইশ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষতার সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার, মাদক কারবারি, চুরি-ডাকাতি ও চাঁদাবাজি, নিয়মিত মামলার আসামিদের সহ নানাবিধ কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ),
সহকারী পুলিশ সুপার ( আনোয়ারা সার্কেল) সহ সকল সার্কেল এএসপি ও সকল ওসিগণ।

প্রিন্ট করুন