কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় সংঘটিত হামলার মামলার প্রধান আসামি জাফর আলম (৪০)-কে পুলিশ গ্রেফতার করেছে। ১৬ নভেম্বর (রবিবার) বিশেষ অভিযানে এসআই বদিউল ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে বলে নিশ্চিত করেছে ঈদগাঁও থানা পুলিশ।
উল্লেখ্য, গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে এজাহারদাতা জসিম উদ্দিন (৩৪)-এর ওপর পূর্বশত্রুতার জের ধরে কুড়াল ও লাঠিসহ সশস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে জাফর আলম ও তার স্ত্রী কহিনুর আক্তারের বিরুদ্ধে। হামলায় জসিম উদ্দিন গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। ঘটনাস্থলে তাকে রক্ষা করতে এগিয়ে এলে ভাতিজি সামিয়া ইসলাম (১৭)-কেও কোপ ও লাঠির আঘাতে আহত করা হয়।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। মেডিকেল রিপোর্ট অনুযায়ী দু’জনের আঘাত গুরুতর বলা হয়েছে।
ঘটনার পর এজাহার দাখিল হলে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে আজ সকাল ঈদগাঁও থানা সংলগ্ন ফকিরা বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি জাফর আলমকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অন্য আসামি কহিনুর আক্তারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, চলাচলের রাস্তা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বাড়ির লোকজনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে ভিকটিম পরিবারের দাবি।
থানা পুলিশ জানায়, “মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাকি আসামিকেও দ্রুত আইনশৃঙ্খলার আওতায় আনা হবে।”
