প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

জামালপুরে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার মাদারগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আলামিন খান

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আলামিন খান (৪০)। তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

বুধবার (১২নভেম্বর)  রাত ১০টার দিকে জামালপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আলামিন খান মাদারগঞ্জ মডেল থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার প্রধান আসামিদের একজন। মামলাটির বাদী মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা হাফিজুর রহমান সাকু।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামালপুর শহর এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে ডিবি অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়।

আলামিন খানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও, পুলিশ বলছে এটি নিয়মিত আইনি পদক্ষেপের অংশ।

প্রিন্ট করুন