জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মিল্টনকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
১০ নভেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় অবস্থিত একটি কোল্ড স্টোরেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতা ও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত কামরুল হাসান মিল্টনের বিরুদ্ধে পূর্বের দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্টন দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মোহাম্মদ আরমান,স্টাফ রিপোর্টার