প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

আমি নেতা নয়, শাহজাদপুরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই”

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধ

দৈনিক সকালের বার্তা-র জেলা প্রতিনিধি মো. ইউনুছ আলীর সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী  ডক্টর এম. এ. মুহিত তার রাজনৈতিক আদর্শ, এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।গভীর স্বরে তিনি বলেন,

“আমার রাজনীতির ভিত্তি হলো মানবিকতা। মানুষের পাশে দাঁড়ানোর শক্তি আমাকে ছোটবেলা থেকেই অনুপ্রাণিত করেছে। রাজনীতি করতে গিয়ে অনেকেই ক্ষমতা খোঁজেন, কিন্তু আমি ক্ষমতা নয়—মানুষের ভালোবাসা খুঁজি। আমি চাই মানুষের চোখে আমাকে একজন সেবক হিসেবে দেখা হোক।”তিনি আরও বলেন,
“শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। এখানে সাহিত্য, সংস্কৃতি, কৃষি—সবকিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মানুষ স্বপ্ন দেখে, পরিশ্রম করে, সংগ্রাম করে। তাদের স্বপ্ন পূরণে কাজ করাটাই আমার দায়িত্ব।”
এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি ধীরে ধীরে বিস্তারিত ব্যাখ্যা করেন:
কৃষি উন্নয়ন
“কৃষকরা আমাদের হৃদয়। তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফসলের সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা, আধুনিক কৃষিযন্ত্র সরবরাহ এবং সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া—এসব আমি অগ্রাধিকার ভিত্তিতে করতে চাই।”
শিক্ষা ও মানবসম্পদ
“ভবিষ্যৎ প্রজন্মই দেশের প্রকৃত সম্পদ। তাই শিক্ষা খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে চাই। মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকা, বৃত্তির সংখ্যা বৃদ্ধি—এসব আমার পরিকল্পনায় রয়েছে।”
স্বাস্থ্যসেবা
“প্রতিটি মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা। গ্রাম পর্যায়ে চিকিৎসা আরও সহজলভ্য করতে চাই। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নত করার উপর জোর দেব।”
ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন
“রাস্তা-ঘাট, বিদ্যুৎ, পানি—এসব ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন। যেসব জায়গায় এখনো উন্নয়ন পৌঁছেনি, সেখানে পরিকল্পনা করে কাজ করতে চাই।”
মানুষের সাথে তার সম্পর্কের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন,
“আমি মাঠের মানুষ। মানুষের ঘরে যাই, তাদের সমস্যার কথা শুনি। কোনো মানুষের কষ্ট আমাকে দুঃখ দেয়। তাই যতটা পারি চেষ্টা করি—সমস্যার সমাধান খুঁজতে। আমি নেতা নয়, সেবক হিসেবে থাকতে চাই।”
সাক্ষাৎকারের শেষ অংশে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“আমি বিশ্বাস করি, শাহজাদপুরের মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি। তাদের আস্থা ও সহযোগিতা থাকলে আমরা একসঙ্গে উন্নত ভবিষ্যৎ গড়তে পারব। নির্বাচিত হই বা না হই—মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি থেকে আমি কখনো সরে যাব না।

প্রিন্ট করুন