প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

ইসলামপুরে নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রাম সংলগ্ন দশানী নদী থেকে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ৭ নভেম্বর)  সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি ইসলামপুর থানা পুলিশ ও ডিগ্রির চর তদন্ত কেন্দ্রকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দেওয়া হয়েছে।
মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “নদী থেকে একটি অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

 

প্রিন্ট করুন