প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেলো ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেশের একমাত্র চতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আবারো গেলো ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু। এস্টারিক্সসহ প্রায় বেশ কয়েকটি জাতের আলু নিয়ে দিনভর ৮১টি ট্রাক বন্দরের কার্যক্রম শেষে সড়ক পথে সীমান্ত অতিক্রম করে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে আলু পাঠানোর বিষয়টি গণমাধ্যম কর্মীরদের নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ পরিচালক নুর হাসান।
এর আগে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছিল। এরপর কম বেশী আলু রপ্তানি হলেও বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙ্গে দেয় আলু রপ্তানি। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রফতানি হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত
উপ পরিচালক নুর হাসান গণমাধ্যম কর্মীদের বলেন, নেপালে আলুর চাহিদা বাড়ায় বাংলাদেশের রপ্তানিকারকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে আলুগুলো নেপালে রপ্তানী করছে। আলুর ট্রাকগুলো বন্দর এলাকায় প্রবেশ করলে প্রয়োজনীয় পরীক্ষার পর ছাড়পত্র দেয়া হয়।

প্রিন্ট করুন