শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজ প্রশাসন শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসের বাইরে ঘোরাঘুরি, আড্ডা বা বাজারে অবস্থানরত কোনো শিক্ষার্থীকে পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে টিসি (Transfer Certificate) প্রদানসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফরহাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। কলেজ চলাকালীন সময়ে অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে—এমন অভিযোগের ভিত্তিতে কলেজ প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত না থেকে ক্যাম্পাস সংলগ্ন দোকানে আড্ডা দেয় বা বাজারে ঘুরে বেড়ায়, যা কলেজের শৃঙ্খলা বিধির গুরুতর লঙ্ঘন। সম্প্রতি সন্ধ্যার পর বহিরাগতদেরও কলেজ ক্যাম্পাসে অবস্থান করতে দেখা যাচ্ছে, যা কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। বিষয়টি নিয়ন্ত্রণে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার কথাও জানানো হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরহাদ আলী বলেন, “আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে যে ক্লাস চলাকালীন সময়ে কিছু শিক্ষার্থী বাজারে বা দোকানে ঘুরে বেড়ায়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই আমরা ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছি। ক্লাস বাদ দিয়ে বাইরে গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে চাই। কেউ যদি নিয়ম ভেঙে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তবে তার বিরুদ্ধে টিসি প্রদানসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে আমরা ইতিমধ্যে ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়েছি—ডিজিটাল হাজিরা, সিসি ক্যামেরা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা উদ্যোগ চলছে। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও একাডেমিক মনোযোগ আগের তুলনায় অনেক বেড়েছে। তবুও কিছু শিক্ষার্থী নিয়ম না মানায় এই কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও যোগ করেন, সন্ধ্যার পর বহিরাগত কিছু তরুণ কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে নানান কর্মকাণ্ডে লিপ্ত হয়। বিষয়টি আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শেয়ার করেছি। এখন থেকে কলেজে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে কলেজের অনেক শিক্ষার্থীও প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হক চৌধুরী অনিক বলেন, কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সময়োপযোগী। কয়েকজন শিক্ষার্থীর কারণে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হোক, এটা কেউই চায় না। আমরা সবাই যদি নিয়ম মেনে চলি, তাহলে শ্রীবরদী সরকারি কলেজ হবে আরও সুন্দর ও আদর্শ শিক্ষাঙ্গন।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও কর্মচারীদের নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে কলেজ গেটে ভিজিল্যান্স টিম ও স্থানীয় পুলিশের সহায়তাও নেওয়া হবে।

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার