নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে ধূমপান ও তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) হল প্রভোস্ট অফিস থেকে জারি করা এক নোটিশে জানানো হয়, ৪ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী হলের অভ্যন্তরে কমন প্লেস হিসেবে বিবেচিত স্থানসমূহ যেমন ক্যান্টিন, ডাইনিং, রিডিং রুম, স্পোর্টস ও গেস্ট রুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, হল ক্যান্টিনে বিড়ি, সিগারেট ও ধূমপান সংশ্লিষ্ট অন্যান্য দ্রব্যাদি রাখা ও বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. তসলিম মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি