মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘বিল্ডিং এ রেসপনসিবল এআই ফিউচার থ্রু ইথিক্যাল ইনফরমেশন প্যাকটিসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০২ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, রিসার্চ ইথিক্স এবং এআই ইথিক্স এই বিষয়গুলো সতর্কতার সঙ্গে দেখতে হবে। উচিত-অনুচিত এমনকি আপনি সঠিক বলছেন নাকি ভুল বলছেন সবই এআই ইথিক্স এর আওতাভুক্ত। নোবিপ্রবি সর্বাত্নক চেষ্টা করছে এআই এবং অটোমেশনের সমন্বয়ে ডেটা সয়েন্সসহ আরো কিছু কোর্স চালু করার।এসময় শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমি অনুরোধ করবো র্যাঙ্কিং এর অগ্রযাত্রায় আমরা যেনো পিছপা না হই। বিশ্ব র্যাঙ্কিংয়ে যেনো প্রথম ৫০০ এর মধ্যে আসতে পারি সেক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আজকের প্রশিক্ষণের বিষয়গুলো শিখে তা কাজে লাগাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।
সেমিনারে কি-নোট স্পিকার অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এআই বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি তার প্রেজেন্টেশনে ইথিক্স এর দৃষ্টিকোণ থেকে এআই এর ব্যবহার এবং রিসার্চের ক্ষেত্রে প্ল্যাগিয়ারিজম বিষয়ে সম্যক ধারণা দেন। তিনি এআই এর ক্ষেত্রে ইনফরমেশন লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।
