জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে অনুমতি ছাড়া পরিচালিত এক ব্যাটারি গলানোর কারখানার এসিডে, পাচটি গরু মারা গেছে। আহত হয়েছে আরও সাতটিটি, যারা বর্তমানে পশুচিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।
স্থানীয়রা জানান, বহুবার প্রশাসনের নজরেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কারখানার বর্জ্য আশেপাশের জমি ও খালের পানি দূষিত করছে।
ঘটনার খবর পেয়ে জনতা সমবেত হয়ে কারখানা বন্ধের দাবি তুলেন। পুলিশ অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে।
জামালপুর সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আব্দুল বাসেত বলেন, এসিডযুক্ত খাদ্য ও পানিই মৃত্যু ও অসুস্থতার সম্ভাব্য কারণ। নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার