খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় নবনিযুক্ত ইউএনও হিসেবে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল ৪ টায় আনুষ্ঠানিক ভাবে যোগাদান করেছেন। তিনি সাতক্ষীরা জেলা, তালা উপজেলার সদরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে ৩৬ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক পদে যোগদান করেন । বটিয়াঘাটা যোগদানের পূর্বে তিনি বাগেরহাট জেলা, সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন । অপরদিকে বটিয়াঘাটা সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা তান্নি পদোন্নতি পেয়ে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন । সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরা তান্নি পদোন্নতি পেলে বটিয়াঘাটা উপজেলার উক্ত পদটি শূন্য হয় । গতকাল মঙ্গলবার উক্ত শুন্য পদে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বটিয়াঘাটা উপজেলা ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ।

চিরঞ্জিৎ মল্লিক, বটিয়াঘাটা প্রতিনিধি