প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন পোস্ট

সকালের বার্তা ডেস্ক

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তের আওতায় আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে চিত্রনায়িকা শাবনূর এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

পোস্টে শাবনূর লেখেন,

২৯ বছর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হয়েছে। আমি বর্তমানে বিদেশে আছি এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে দুঃখজনকভাবে কিছু ব্যক্তি আমার নাম জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ অসত্য।

তিনি বলেন,

সালমান শাহ ছিলেন আমার প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করে আমার অভিনয়জীবন বিকশিত হয়েছে। তাঁর অকাল মৃত্যু আমাকে গভীরভাবে আঘাত করেছিল। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

শাবনূর আরও বলেন,

আমি জানি না সালমান শাহ কীভাবে মারা গেছেন। তবে আমি চাই তাঁর মৃত্যুর সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা যেন আইনের আওতায় আসে।

শেষে তিনি সালমান শাহর মা নীলা আন্টির প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন,

সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টের, তা নীলা আন্টির কান্না দেখলেই বোঝা যায়। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।

 

প্রিন্ট করুন