জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও বিশিষ্ট আইনজ্ঞ ড. আসিফ নজরুল। তবে তিনি আক্ষেপ করে বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ছাত্রনেতারা উপস্থিত থাকলে আরও ভালো লাগত।”
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন,
“খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে অনেক আলোচনার পর আজ একটা বিরাট অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্টটা চূড়ান্ত হলো। এটা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”
তবে আক্ষেপের সুরে তিনি আরও বলেন,
“আমার আরও ভালো লাগত যদি এনসিপির ছাত্রনেতারা, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারাও এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকত।”
তিনি জানান, এনসিপি নেতারা ইতোমধ্যে জানিয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন আরও ১৫ দিন কার্যক্রম চালাবে, এর মধ্যে তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। প্রয়োজনে তারা পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর দিতে পারবেন।
ড. নজরুল আশা প্রকাশ করেন, “সবাই মিলে এই ঐতিহাসিক প্রক্রিয়া সম্পন্ন করা গেলে এটি দেশের রাজনীতিতে এক নতুন ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করবে।”
এ সময় তিনি জুলাই সনদের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সকালের বার্তা ডেস্ক