প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

বকশীগঞ্জে নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বটতলা থেকে জব্বারগঞ্জ সড়কের নির্মাণ কাজ আবারও বিতর্কের মুখে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বন্ধ হয়ে যাওয়া ওই সড়ক নির্মাণ প্রকল্পে পুনরায় নিম্নমানের ইট, বালু ও খোয়া ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে সরকারি তদারকির অভাব নিয়ে তীব্র সমালোচনা উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজে যে খোয়া ব্যবহার করা হচ্ছে তা ভাঙার সঙ্গে সঙ্গেই গুড়িয়ে যাচ্ছে। “এই রাস্তা ছয় মাসও টিকবে না,” বলে একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে উপজেলা প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছিল। তবে সম্প্রতি আবার কাজ শুরু হলেও মানের কোনো উন্নতি দেখা যায়নি। এতে জনগণের ট্যাক্সের টাকায় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের নেতারা।

এদিকে, উপজেলা প্রকৌশলী সামছুল আলম বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার লিখিতভাবে সতর্ক করা হয়েছে। তারা নির্দেশনা না মানলে তাদের বিল বন্ধ করে দেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, “আমি ঢাকায় সরকারি কাজে ছিলাম। আগামীকাল (বুধবার) সরেজমিনে গিয়ে রাস্তার কাজ পরিদর্শন করব। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় এসব ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছেমতো কাজ করছে। তারা অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে নিম্নমানের সামগ্রী অপসারণ ও মানসম্মত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন