প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

এনায়েতপুর-শাহজাদপুরে শ্রমিক সংগঠনের সঙ্গে প্রফেসর ড. এম এ মুহিতের মতবিনিময়

মো : ইউনুছ আলী, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও এনায়েতপুর এলাকার সকল শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. এম এ মুহিত। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) এনায়েতপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিকদল নেতৃবৃন্দ।
এ সময় প্রফেসর ড. এম এ মুহিত বলেন, “বিএনপি বিশ্বাস করে শ্রমজীবী মানুষই দেশের প্রকৃত চালিকাশক্তি। জাতীয় অর্থনীতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই আগামী দিনে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুযোগ-সমৃদ্ধ সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য।”
সভায় শ্রমিক নেতারা প্রফেসর ড. এম এ মুহিতের নেতৃত্বে আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

প্রিন্ট করুন