এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি নুরুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৩ অক্টোবর (সোমবার) দুপুরে পটিয়া আমির ভান্ডার দরকার শরীফস্থ সাংবাদিক নুরুল ইসলামের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, পটিয়া প্রেস ক্লাব সভাপতি শফিউল আলম মাস্টার, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য রনি দেব, শহীদুল ইসলাম।
বক্তারা বলেন, পটিয়ায় সাংবাদিকতায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন নুরুল ইসলাম ভাই। নুরুল ইসলাম নির্লোভ এক সাংবাদিক ছিলেন। যা বর্তমান সমাজে বিরল।
