পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ অক্টোবর সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার ছোট পাথরাজ নদী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি শান্তিনগর এলাকার বিশা মন্ডলের মেয়ে সমিজার। ৩৬ বছর বয়সী ওই মহিলার লাশ স্থানীয়রা পাথরাজ নদীতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
দন্ডপাল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য অবিনাশ চন্দ্র রায় বলেন, সমিজা একজন মানসিক রোগী ছিলেন এবং তার শরীরে মৃগী রোগ ছিল। হঠাৎ করে তার লাশ নদীতে পাওয়া যায়।
স্থানীয়দের ধারনা নদীর ধারে আসার সময় হঠাৎ করে পানিকে পড়ে যায়। পরে পানি থেকে উঠতে না পারার কারনে তার মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এলাকা বাসীর কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

একেএম বজলুর রহমান , পঞ্চগড়