প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

পিআর পদ্ধতি গণতন্ত্রের জন্য হুমকি,কেন্দ্রীয় বিএনপি কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত সতর্ক করেছেন, “পিআর পদ্ধতি বাংলাদেশে গণতন্ত্রকে বিকৃত করার এক নির্বাচনী প্রকৌশল। যারা নির্বাচনে জিততে পারবে না, তারা এই পদ্ধতির আশায় সংসদে আসন পেতে চাইছে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মিল্লাত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আপনারা পিআর চান, কিন্তু পিআর মানে জানেন না। এটি আসলে একটি নির্বাচনী কৌশল, যেখানে ভোটের অনুপাত অনুযায়ী আসন বণ্টন করা হয়। আমাদের দেশের গণতন্ত্রে এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। জনগণের ভোটই আমাদের প্রধান শক্তি।”

মিল্লাত বলেন, “এ ধরনের পদ্ধতির মাধ্যমে ছোট কিছু স্বার্থান্বেষী দল বা মহল নিজেদের সুবিধার জন্য প্রকৌশল করতে চায়। কিন্তু জনগণ সচেতন এবং তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, মাহবুবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন এবং যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন। তারা দলের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব পুনরায় তুলে ধরেন।

ফুটবল টুর্নামেন্টের আয়োজন রাজনৈতিক নেতা এবং স্থানীয় কমিউনিটির মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা হিসেবে মনোনীত হয়।

প্রিন্ট করুন