প্রতি
শুক্রবার(১০ অক্টোবর) বিকেলে আর্ন এন্ড লিভ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহযোগিতায় আর্ন এন্ড লিভ এর আয়োজনে নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতী গ্রামে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে ছিলেন আর্ন এন্ড লিভ এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সমন্বয়ক ইকবাল হাসান, বিভাগীয় কমিটির সভাপতি নূর মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান ইমন, জনসংযোগ বিষয়ক সম্পাদক হৃদয় রায়, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, সমাজে প্রতিবন্ধী, অসহায় ও ভবঘুরে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। কর্মসূচিতে দেড় শতাধিক দুঃস্থ, অসহায় প্রবীণ ও ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি