প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

পটিয়ায় মরহুম মো: ইসমাইল এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঈদে মিলাদুনবী মাহফিল সম্পন্ন 

এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি 
পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদের এর পিতা মরহুম মো: ইসমাইল প্রকাশ বাঁচা মিস্ত্রীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজিমুশশান ঈদে মিলাদুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন হয়েছে। ৯ অক্টোবর গত বৃহস্পতিবার রাতে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল গুয়াদন্ডী এলাকায় মরহুমের পরিবারবর্গের উদ্যোগে মাহফিলে প্রধান মেহেমান ছিলেন আমির ভান্ডার দরবারে সাজ্জাদানশীন পীরের তরিকত শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী।
প্রধান বক্তা ছিলেন আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্ট বাংলাদেশ চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তা ছিলেন নগরীর হালিশহর আল মদীনা শাহী জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল-মামুন কাদেরী , বোয়ালখালী খিতাপচর বরকতিয়া জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ ইদ্রিছ মিয়া আল কাদেরী। মাহফিলে সভাপতিত্ব করেন  আসাদগঞ্জ আড়তদার শুটকী ব্যবসায়ী সমিতি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস আলম। সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান মেহেমান আমির ভান্ডার দরবারে সাজ্জাদানশীন পীরের তরিকত শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী বলেন, মহান আল্লাহ পাক বিশ্ব নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনে উসিলায়  সকল কিছু সৃষ্টি করেছেন। আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের জীবনের জন্য হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আউলিয়া কেরামের আদেশ নিষেধ মেনে চলতে হবে।
প্রধান বক্তা আন্‌জুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্ট বাংলাদেশ চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম নূরী (মাঃজিঃআঃ) বলেন, আল্লাহ স্বীয় ইবাদতের সাথে পিতা-মাতার সেবাকে গুরুত্ব দিয়েছে। আল্লাহর কোন শরীক নেই, জন্মদাতা হিসাবে তেমনি পিতা-মাতারও কোন শরীক নেই। আল্লাহর ইবাদত যেমন বান্দার উপর অপরিহার্য, পিতা-মাতার সেবাও তেমনি সন্তানের উপর অপরিহার্য। সবাইকে নবী রাসুল ও আউলিয়া কেরাম এবং পিতা মাতার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনে হেদায়েত দান করেন।

প্রিন্ট করুন