পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক দটি ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জামায়াতের সদস্য, সাবেক কাউন্সিলর আক্কাস আলী একই এলাকার আলিফের নিকট ৪ লাখ টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আক্কাস আলী ও তার গ্যাং এর সদস্যরা গত ৭ অক্টোবর ভাউলাগঞ্জ বাজারে আলিফকে মারপিট করে। রাতভর নির্যাতন করে। তারপর জোড়পূর্বক ফাঁকা স্ট্যাম্প পেপারে সই করে নেয়।
অপরদিকে বীরমুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলাম (অবঃ নায়েক বিজিবি) এর উপর হামলা, মারধর, লাঞ্চনার প্রতিবাদে এবং দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন ভোক্তভোগীর মা আফরোজা বেগমসহ দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহম্মেদ প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, বড়শশী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রাইসুল ইসলাম লিটন বক্তব্য দেন। মানববন্ধনে দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডুসহ দেবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

একেএম বজলুর রহমান, পঞ্চগড়