প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

জামালপুর জেলায় ফেসবুকে মানহানিকর প্রচারণা, থানায় জিডি করলেন বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন ফেসবুকে তার নামে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে কিছু ব্যক্তি ওয়ারেছ আলী মামুনের বিরুদ্ধে ভিত্তিহীন ও কটূক্তিমূলক মন্তব্য ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।
এই পরিস্থিতি একপ্রকার “ডিজিটাল আগুনের ফুলকি” হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন।

এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন,
“একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
আমি বিষয়টি আইনের হাতে তুলে দিয়েছি, এবং যারা এই অপপ্রচারে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

জামালপুর সদর থানার এক কর্মকর্তা জানান,
“জিডিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় জামালপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন