প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

হানিফ উদ্দিন সাকিব,  হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি 

একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমার আগলে রাখবো’ এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ হাতিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক একেএম মানছুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক খোন্দকার আবুল কালাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আওরঙ্গজেব, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন, সদস্য এটিএম রফিকুল ইসলাম, করিমুল মোস্তফা গাজী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক। তাঁদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণদের কল্যাণে ভাতা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, প্রবীণ নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন