প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

ছাত্র আন্দোলনে হামলা, শেরপুরে দুই ছাত্রলীগ নেতা রিফাত ও রাজিব গ্রেপ্তার

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি

নাশকতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে শেরপুর জেলার দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) পৃথক অভিযানে শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর সদর থানা পুলিশ দুপুরে শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস এলাকা থেকে জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সম্পাদক রিফাত বাবুকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিনটি হত্যা মামলার আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মুর্শেদ জিতু অভিযোগ করেন, গত ৩ ও ৪ আগস্ট রিফাত অস্ত্রসহ কলেজ প্রাঙ্গণে হামলা চালিয়ে অন্তত তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রকে গুরুতর আহত করে। তিনি জানান, রিফাত ছাত্রলীগের চিহ্নিত ক্যাডার হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে আসছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল ইসলাম জানান, রিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

অন্যদিকে, নালিতাবাড়ীতে নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট নালিতাবাড়ী শহর ও আশপাশের এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, ওই ঘটনায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে একই বছরের ১৩ ডিসেম্বর ফরিদ মিয়া নামের এক ব্যক্তি বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন, যাতে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়।

প্রিন্ট করুন