প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

সাতকানিয়ায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি - চট্টগ্রাম 
সঞ্চয় দিয়েই শুরু হোক স্বপ্ন বাস্তবায়নের যাত্রা, এই স্লোগান কে সাথে নিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাসিক উন্নয়ন সভা ও কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় কেরানীহাট সি ওয়ার্ড হোটেল এন্ড রিসোর্টে এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
কেরানীহাট সার্ভিস সেন্টারের এসভিপি এন্ড ইনচার্জ
এস এম ইউসুফ এর সঞ্চালনায় এবং কেরানীহাট সার্ভিস সেন্টারের ইভিপি এন্ড ইনচার্জ মোহাম্মদ নাঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওন এর পরিচালক মোহাম্মদ মীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ডিভিশন এসইভিপি এন্ড ইনচার্জ মুহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেরানীহাট সার্ভিস সেন্টারের এসভিপি মোহাম্মদ মহি উদ্দিন, লোহাগড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোমেন, জোট পুকুরিয়া জোনের এসভিপি এন্ড  ইনচার্জ মিনহাজ উদ্দিন ওসমানী, এসভিপি মোহাম্মদ আলমগীর, লোহাগড়া সার্ভিস সেন্টারের এসভিপি সাদেক হোসেন, মুহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, খোরশেদ, এম হেলাল উদ্দিন।
বক্তারা জানান, বীমার গুরুত্ব অপরিসীম, এটি আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা, মানসিক শান্তি, এবং আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। বীমা অপ্রত্যাশিত ঘটনা যেমন অসুস্থতা, দুর্ঘটনা, বা মৃত্যুর মতো ক্ষেত্রে পরিবারের সদস্যদের অর্থনৈতিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুরক্ষিত রাখতে সহায়তা করে। এটি স্বাস্থ্যসেবার খরচ মেটানো, মূল্যবান সম্পত্তি রক্ষা করা, এবং দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রিন্ট করুন