প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর চাঁদা দাবির অভিযোগ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার

জামালপুর শহরের বিনন্দেরপাড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী মোঃ মুসলিম উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলেছেন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

মুসলিম উদ্দিনের অভিযোগ অনুযায়ী, পারিবারিক জমি ভাগাভাগিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের পরিবার জাহাঙ্গীর আলমের চাপের মুখে রয়েছে। অভিযোগে বলা হয়, মায়ের জমির অংশীদার হলেও জাহাঙ্গীর আলম একাই ৮ শতক জমি নিজের নামে লিখে নেন। পরবর্তীতে সেই জমি দেখিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন এবং অতিরিক্ত আরও ৫ লাখ টাকা দাবি করতে থাকেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, টাকা না দেওয়ায় মুসলিম উদ্দিনসহ তার ভাইদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। এতে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন,

“আমার মায়ের অংশ আমি বৈধভাবে পেয়েছি। জমি লেখা ও ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি আমার ব্যক্তিগত বিষয়। তাদের বিরুদ্ধেই আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি

 

এদিকে পুলিশ জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে, তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন