বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম (বাবেশিকফো) বকশিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় নিলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সহিদুল আলম রুপন বক্তব্য রাখেন। তিনি শিক্ষকদের ন্যায্য ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধির দাবি তুলে ধরে বলেন, “শিক্ষকদের সম্মানজনক জীবনমান নিশ্চিত না হলে শিক্ষাক্ষেত্র ক্ষতিগ্রস্ত হবে।”
বক্তব্যের পাশাপাশি তিনি অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বও পালন করেন। তার সঙ্গে যৌথভাবে সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুজা উদ্দিন, সহ-সভাপতি মামুনুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য মশিউর রহমান রঞ্জু প্রমুখ।
সভা শুরুর আগে বাবেশিকফো কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার