জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) উপজেলা শাখার আয়োজনে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ সভা শিক্ষক ও কর্মচারীদের প্রাণের দাবিকে সামনে এনে মিলনমেলায় পরিণত হয়।
প্রধান ও বিশেষ অতিথি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. তোফায়েল আহমেদ, মো. মমিনুল ইসলাম, মো. মতিউর রহমান, আতিয়ার রহমান এবং যুগ্ম কল্যাণ কর্মচারী সম্পাদক মোহাম্মদ আসিফ খন্দকার। এছাড়া জামালপুর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন নিলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাবেশিকফো এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ও বকশিগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সম্পাদক সহিদুল আলম রুপন এবং বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
সভায় বক্তব্য রাখেন—
নিলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুজা উদ্দিন,
বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ,
নিলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ,
উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং নিলাক্ষিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউর রহমান রঞ্জু।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ মতামত প্রদান করেন।
দাবি ও ঘোষণা
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে বাড়িভাড়া বৃদ্ধি ও সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদানের ব্যবস্থা করতে হবে। তারা স্পষ্ট করে জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে মহাসমাবেশের আয়োজন করা হবে।
অফিস উদ্বোধন
সভা শুরুর আগে বাবেশিকফো’র বকশীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় কেন্দ্রীয় মহাসচিবসহ উপস্থিত নেতৃবৃন্দ ফিতা কেটে অফিসের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
শিক্ষক-কর্মচারীদের এই মতবিনিময় সভা শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং আগামী দিনের আন্দোলন ও দাবি আদায়ের জন্য শক্তিশালী কর্মসূচির সূচনা বলেও অভিহিত করেন বক্তারা। তাদের মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাবেশিকফো উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার