১লা অক্টোবর (বুধবার) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম (বাবেশিকফো)-এর বকশিগঞ্জ চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব রফিকুল ইসলাম এবং জামালপুর জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক ও সিনিয়র শিক্ষক সহিদুল আলম রুপন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক মেজবাহুল হক তুহিনসহ সংগঠনের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাবেশিকফো দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অস্থায়ী কার্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম অব্যাহত থাকবে।
উপস্থিত সবাই নতুন কার্য্যালয় উদ্বোধন উপলক্ষে আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের অগ্রগতি ও সফলতা কামনা করেন।

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার