কক্সবাজারের ঈদগাঁওয়ের কৃতী কন্যা ডাঃ সাবিনা ইয়াছমিন দেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের স্বীকৃতি অর্জন করেছেন।
২০২১ সালে এমবিবিএস পাশ করার পর তিনি প্রথম প্রচেষ্টাতেই চক্ষুবিদ্যায় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিতে সুযোগ পান। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে চক্ষু বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিকিৎসা ক্ষেত্রে অল্প বয়সেই এমন সাফল্য তাকে বিশেষভাবে আলোচনায় এনেছে। তবে তিনি এটিকে ব্যক্তিগত অর্জন নয়, বরং চিকিৎসা সেবার মাধ্যমে সমাজে অবদান রাখার সুযোগ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, তার বড় ভাই ডাঃ এম. খালেদ মাহমুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি।