চট্টগ্রামের চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফারুক (২৫) এর উপর অতর্কিত ভাবে হামলা চালিয়েছেন মাদক কারবারিরা।
গত (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত আনুমানিক ৩ টা ৪৫ মিনিটের সময়ে দোহাজারী পৌরসভাস্থ পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে।
আহত হয়েছেন, দোহাজারী পৌরসভাস্থ রায়জোয়ারা এলাকার হারুনুর রশিদের ছেলে মোহাম্মদ ফারুক।
মাদক কারবারিরা হলেন, মৃত মিয়া হোসেনের ছেলে আবু নাঈম(৪০), আবু নাঈয়মের ছেলে আবির হোসেন (২৫), মো: মোস্তাকের ছেলে মো: মিজান, আব্দুস শুক্কুরের ছেলে আব্দুস সবুর প্রমূখ।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য বিক্রি ও পাচারকারী চক্রের সদস্য। এলাকার চুরি ছিনতাই সহ থানায় একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত, (২৯ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।
মাদক কারবারিদের হাতে আহত, মোহাম্মদ ফারুক বলেন, চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে দোহাজারী পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে ৩-৪ জন মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রির সময়ে, আমার মোটরসাইকেলের লাইটের আলো পড়লে, দৌড়ে এসে একজন আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে, এতে আমার গলা এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এতে হাতে থাকা মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা সহ মূল্যবান কাগজপত্র হাতিয়ে নেন৷ আমার শৌর চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসলে পালিয়ে যান তারা।
এবিষয়ে সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ উপজেলা শাখার নেতৃত্বরা জানান, মাদকদ্রব্য বিক্রির সময়ে মানবাধিকার কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন গুলো। দ্রুত মাদক কারবারিদের আইনের আওতায় আনার অনুরোধ জানান। তারা আরো জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি করছে পুলিশ প্রশাসন। ৮ দিনেও আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ বিরাজ করছেন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন,
এসব মাদক কারবারিরা সন্ধ্যার পর থেকে সারা রাত মাদক বিক্রি ও চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। কেউ প্রতিবাদ করলে তাদের কে প্রাণে মারার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ প্রতিনিধি - চট্টগ্রাম