বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে এক অস্বাভাবিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযানের শুরুর আগে কিছু কর্মচারী ইচ্ছাকৃতভাবে ময়লা ছড়িয়ে দেওয়ায় সেটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে ঘটনাটি ঘটে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়— কয়েকজন কর্মচারী প্লাস্টিক বোতল, পলিব্যাগসহ বিভিন্ন আবর্জনা একটি স্থানে ছড়িয়ে দেন। পরে জেলা প্রশাসক শামীম আরা রিনির উপস্থিতিতে কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা ওই ময়লা পরিষ্কার করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তোলেন— যেখানে ময়লা নেই, সেখানে কেন আগে থেকে আবর্জনা ফেলে আবার তা পরিষ্কার করার অভিনয় করতে হলো?
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি সাংবাদিকদের বলেন, “আমাদের পক্ষ থেকে কোনোভাবেই ময়লা ফেলতে নির্দেশ দেওয়া হয়নি। কিছু কর্মচারী মজা করার ছলে ওই কাজ করেছে। বিষয়টি জানার পরই তাদের থামানো হয়, কিন্তু সেই অংশ ভিডিওতে আসেনি।”
তিনি আরও জানান, “মূলত ছড়িয়ে থাকা বোতলের ঢাকনা, মাটির নিচে থাকা পলিথিন সরানোর জন্যই অভিযান চালানো হয়েছিল। আমরা খুবই দুঃখিত যে এমন একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। শিগগিরই ওই জায়গায় ফুলের বাগান করা হবে।”
ঘটনাটির পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন।

সকালের বার্তা ডেস্ক