প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

আইসিডিডিআরবিতে নিয়োগ, বেতন ৯১,৫৪০ টাকা

সকালের বার্তা ডেস্ক

আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবি মতলব হাসপাতালে ৯ জন চিকিৎসক নিয়োগ দিচ্ছে। পদগুলো শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য। মতলব হাসপাতাল ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গ্রামীণ এলাকায় ডায়রিয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এবং প্রতিবছর ৫০,০০০-এর বেশি রোগীকে চিকিৎসা দেয়। হাসপাতালটি গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত প্রতিষ্ঠানের এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বৈধ নিবন্ধন থাকা।
  • এমপিএইচ ডিগ্রি ও গবেষণার অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে।
  • কমপক্ষে ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে।
  • মতলবে দীর্ঘমেয়াদি অবস্থানের ইচ্ছা থাকা।

চুক্তি ও সুবিধা:

  • ১১ মাসের সিএসএ ভিত্তিক চুক্তি।
  • উৎসব বোনাস, আয়কর আইসিডিডিআরবি কর্তৃক প্রদান।
  • ক্যানটিনে খাবারের সুবিধা।

আবেদন:

যোগ্য প্রার্থীরা career.icddrb.org ওয়েবসাইটের মাধ্যমে ১১ অক্টোবর ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন। শর্টলিস্টকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাক পাঠানো হবে।

একনজরে: 

  • পদসংখ্যা: ৯
  • বেতন: ৯১,৫৪০ টাকা/মাস (বাসভাড়া ও চলাচল খরচসহ)
  • আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৫
  • যোগ্যতা: MBBS, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল নিবন্ধন; এমপিএইচ ও গবেষণা অভিজ্ঞতা থাকলে প্রাধান্য দেওয়া হবে

চুক্তি: সিএসএ–ভিত্তিক ১১ মাস

প্রিন্ট করুন