দেশের প্রশাসনিক কাঠামোয় যুক্ত হতে যাচ্ছে আরও দুটি নতুন বিভাগ। ফরিদপুর ও কুমিল্লা নামেই নতুন এই বিভাগ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে নতুন দুটি উপজেলা সৃষ্টিরও প্রস্তুতি চলছে।
প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠকে বসতে পারে। বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরলেই নিকার বৈঠক আয়োজনের সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী—
ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা।
কুমিল্লা বিভাগে থাকবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী।
বর্তমানে দেশে ৮টি বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়।
নতুন উপজেলা সৃষ্টির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা অঞ্চলের ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ এবং চট্টগ্রামের ফটিকছড়িকে ভেঙে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে।
সরকারি মহল মনে করছে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে।

সকালের বার্তা ডেস্ক