জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অধিবেশনের বাইরে এশিয়া সোসাইটির এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ ভারতের ভূমিকা। বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কে অস্থিরতা আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যম নানা সময়ে ভুয়া তথ্য প্রচার করে পরিস্থিতিকে জটিল করে তুলছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আনতে হলে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে এবং সার্ককে শক্তিশালী করার বিকল্প নেই।
রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, বিরোধ বা সংঘাত নয়, আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব। তরুণ প্রজন্মের মধ্যকার পারস্পরিক বোঝাপড়া ও আস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

সকালের বার্তা ডেস্ক