নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পাটলি বাজারে পল্লী ডাক্তার রতন ফকিরের নামে ধর্ষণের অভিযোগ উঠেছে।
একই গ্রামের শাহিনুর খাতুন বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,নেত্রকোনা এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে জানা যায় জানা যায় পল্লী ডাক্তার রতন ফকির পূর্বধলা উপজেলা পাটলী বাজারে তার একটি ঔষধের ফার্মেসী দোকান আছে, তিনি একজন নারী লোভী, দুশ্চরিত্র লোক।
পল্লী ডাক্তার রতন ফকির নিরীহ নারী ও শিশুদেরকে যৌন উৎপীড়নের কারনে গ্রামে কয়েকবার তার বিরুদ্ধে সালিশ দরবার হয়।
যটনার দিন ১৭ সেপ্টেম্বর বিকাল ৫টার সময় ভিকটিম শিশু কন্যা ৫ম শ্রেনীর ছাত্রী বাসা থেকে বাজারে আসে মোবাইলের রিচার্চ কার্ড নেওয়ার জন্য কার্ড নিয়ে বাড়ি ফেরার সময় আসামি রতন ফকির ধর্ষণ করার উদ্দেশ্যে শিশু টি কে জোর পূর্বক নিয়ে তার ফার্মেসির পিছনে বিছানায় শুয়ায়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ করার চেষ্টায় আসামীর পাষন্ড তান্ডবে ভয়ে ভীত হইয়া চিৎকার শুরু করিলে আসামি ভিকটিম কে ছাড়িয়া দৌড়ে পালায়,শিশু বাচ্চাটিকে উদ্ধার করে এলাকা বাসি ৯৯৯ ফোন দিলে পূর্বধলা থানা হতে এস আই রফিক সঙ্গীও ফোর্স নিয়ে হাজির হন।
আসামি পালিয়ে যাওয়ার কারনে তাকে দরা যায়নি।
স্হানীয় গন্যমান ব্যক্তিগন আপোষ মিমাংসার জন্য বারাইয়া রাখায় মিমাংসা না হওয়ার কারনে ২০-৯-২০২৫ তারিখে পূর্বধলা থানায় মামলা করতে গেলে থানা মামলা না নেওয়া আদালতে মামালা করেন।

ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি