বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বেড়ে চলছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য। শুধু ডাক্তারদের কক্ষে প্রবেশ নয়, তারা হাসপাতালের ভেতরে এবং মূল ফটকের সামনেও অবস্থান করেন। ফলে রোগী ও স্বজনদের স্বাভাবিক চলাফেরায় দেখা দিচ্ছে অসুবিধা।
অভিযোগ রয়েছে, রোগী ডাক্তার দেখিয়ে বের হওয়ার পরপরই ওই সব প্রতিনিধি প্রেসক্রিপশন দেখার চেষ্টা করে। অনেকে আবার গোপনে বা প্রকাশ্যে প্রেসক্রিপশনের ছবি তুলে নেন। এতে রোগীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
রোগীরা বলছেন, প্রেসক্রিপশনের ছবি তুলে নেওয়ার কারণে তারা মানসিকভাবে অস্বস্তিতে ভুগছেন। পাশাপাশি, প্রতিনিধি ওষুধ কোম্পানির স্বার্থে ডাক্তারদের প্রভাবিত করার চেষ্টায় সাধারণ চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয় এবং চিকিৎসা গ্রহণে জটিলতা তৈরি হয় বলে স্থানীয় সচেতন মহলের অভিযোগ।
তারা বলেন, সরকারি হাসপাতাল হলো রোগীদের নির্ভরতার জায়গা। অথচ এখানে রোগীরা এখন প্রতিনিধি দের দৌরাত্ম্যে হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

মোহাম্মদ আরমান (স্টাফ রিপোর্টার)