প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

১৯ সেপ্টেম্বর শুক্রবার সিস্টেম উন্নয়নের কাজে গ্রামীণফোনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ..

সকালের বার্তা ডেস্ক

গ্রামীণফোন গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোনো ধরনের রিচার্জ সেবা কার্যকর থাকবে না।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাইজিপি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটওয়ার্ক ও সিস্টেমের মানোন্নয়নের অংশ হিসেবে এ সময় রিচার্জ কার্যক্রম স্থগিত থাকবে।

গ্রাহকদের অনুরোধ জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগে প্রয়োজনীয় পরিমাণে ব্যালেন্স রিচার্জ সম্পন্ন করতে।

প্রিন্ট করুন