প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটির আইনি সহায়তায় ৩৮ অভিযোগে ৩২টির নিষ্পত্তি..

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার ‘লিগ্যাল সাপোর্ট সেন্টার’-এ চলতি বছরে মোট ৩৮টি পরিবার আইনি সহায়তার জন্য আবেদন করেন। অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে স্থানীয় পুলিশ প্রশাসন এবং সার্চ মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব খান রেজাউল ইসলাম রেজা ও চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ শুরু করে সংগঠনটির লিগ্যাল সাপোর্ট টিম।
সংগঠনের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত ৩৮টি অভিযোগের মধ্যে ৩২টি সফলভাবে মীমাংসা করা হয়। বাকি ৬টি অভিযোগের বিষয়ে সংগঠনের আইনজীবীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর লিগ্যাল সাপোর্ট সেন্টারের মাধ্যমে আমরা চন্দনাইশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে সংগঠনটি বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, ইভটিজিং বন্ধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে  এবং সংগঠনের  নিজ অফিসে সালিশি বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে।
সংগঠনটির তথ্য মতে, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে আইনি পরামর্শ, সমস্যা সমাধান এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়তা করছে সার্চ মানবাধিকার সোসাইটি। অনেক জটিল আইনি বিষয়কেও সহজভাবে সমাধানের পথ তৈরি করে দিয়েছে এই সংগঠনটি।
স্থানীয়রা জানান, সার্চ মানবাধিকার সোসাইটির চন্দনাইশ শাখা কঠোর পরিশ্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তদন্ত সেল গঠন ও সালিশী সভার মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে সংগঠনটি।
এ বিষয়ে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খান রেজাউল ইসলাম রেজা বলেন, সার্চ একটি অরাজনৈতিক, জনকল্যাণমূলক মানবাধিকার সংগঠন। আমাদের মূল লক্ষ্য সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। চন্দনাইশ শাখা অত্যন্ত সাফল্যের সাথে এই লক্ষ্যে কাজ করছে—যা আমাদের গর্বিত করে।

প্রিন্ট করুন