প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

ওয়ারেন্ট আসামি ধরতে গিয়ে অসহায় পরিবারের পাশে খুলসী থানার এএসআই মহি..

কক্সবাজার প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর পুলিশের খুলসী থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মানবিক উদ্যোগে আলোচনায় এসেছেন।
জানা যায়, আদালতের ওয়ারেন্ট আসামি গ্রেফতার করতে গিয়ে ওই পুলিশ সদস্য ঘরে দেখতে পান আসামির স্ত্রী ও দুই শিশু চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারের ঘরে খাবারও ছিল না। বিষয়টি এএসআই মহিউদ্দিনের নজরে এলে তিনি নিজ উদ্যোগে চাল, ডাল, আলু ও নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য কিনে ওই পরিবারের হাতে তুলে দেন, যা দিয়ে প্রায় ১০ দিনের খাবারের ব্যবস্থা করা সম্ভব।
এরপর আইনানুগ প্রক্রিয়ায় আসামিকে আদালতে উপস্থাপন করা হয়।
এএসআই মহিউদ্দিন ঘটনাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করলে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং অনেকেই পুলিশের এই মানবিক আচরণের প্রশংসা করেন।
পুলিশ সূত্র জানায়, মহিউদ্দিন এর আগে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় দায়িত্ব পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দিক থেকেও তিনি সহকর্মীদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন।

প্রিন্ট করুন