শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ পাপ্পু ঋষি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় জুতার কারিগর এবং পৌরশহরের কালিনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মিলন ঋষি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর বাইপাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে পাপ্পু ঋষিকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পরে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয়দের দাবি, পাপ্পু ঋষি পেশায় জুতার কারিগর হলেও সম্প্রতি তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠছিল। তবে বিষয়টি অনেকে গুরুত্ব সহকারে নেননি। পুলিশি অভিযানের মাধ্যমে বিষয়টি এবার প্রকাশ্যে এসেছে।

নালিতাবাড়ী প্রতিনিধি