প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

চন্দনাইশে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ..

এম হেলাল উদ্দিন নিরব , চন্দনাইশ( চট্টগ্রাম)প্রতিনিধি 
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম জেলা কমিটি। বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।  নবগঠিত এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান চৌধুরী।
মোট ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতিঃ ফজলুল কাদের, সহ-সভাপতি যথাক্রমে আব্দুল মান্নান হৃদয়, সম্রাট বাবর, মোঃ ফরিদ, মোঃ মেশকাতুল ইসলাম, সি: যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মীর খালেদ মাহমুদ বাবর, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে মো. রিদুয়ান সিকদার, মোঃ মহিউদ্দিন, মোঃ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মো. ইয়াছিন আকাশ, হুমায়রা সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আবদুল আউয়াল ইমন, অর্থ সম্পাদকঃ মোঃ নাঈম উদ্দীন, সহ-অর্থ সম্পাদকঃ তসিবুর রহমান রাকিব, দপ্তর সম্পাদকঃ শফিউল আলম রাকিব, সহ-দপ্তর সম্পাদকঃ মোঃ মহিউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃজাহেদুল আলম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মো আরমান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদকঃ নুরুল মোস্তফা মোঃ ওমায়ের, সহ-সমাজ কল্যাণ সম্পাদকঃ বিজয় দে, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ জুবাইদুল ইসলাম
ইমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ ওসমান হোসেন সাকিব, সাংস্কৃতিক সম্পাদকঃ জেবু আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদকঃ
সাবেকুন নাহার নদী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদকঃ সাকিবুল ইসলাম সাইমুন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকঃ আবদুল হামিদ, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদকঃ হারুন অর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ মারুফ হোসেন, অ্যাপায়ন বিষয়ক সম্পাদকঃ মো. ফরহাদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদকঃ সোনিয়া আফরোজ, সহ-মহিলা বিষয়ক সম্পাদকঃ উম্মে আইমা ইশা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোঃ মহিউদ্দিন, অর্পিতা বড়ুয়া, আবদুল্লাহ আল রোহান, পিয়াল দে, মোঃ হাসান, সালমান ইসলাম, সাদিয়া সুলতানা।
কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”
অন্যদিকে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী বলেন, “সবার সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল করা হবে।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় সকলের  মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রিন্ট করুন