প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

চাকসু নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯..

সকালের বার্তা ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের দ্বিতীয় দিনে সোমবার আরও ১৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন, ছাত্র হলের জন্য ২৫ জন এবং ছাত্রী হলের জন্য ৪৫ জন ফরম নিয়েছেন।

এতে মোট মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা দাঁড়াল ১৬৯। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯১ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

কেন্দ্রীয় সংসদের ১৪১ প্রার্থীর মধ্যে সহসভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। অন্য পদে প্রার্থীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।

এদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থীর সংসদ’ নামের পূর্ণাঙ্গ প্যানেল এবং নবাব ফয়জুন্নেছা হলে পাহাড়ি শিক্ষার্থীদের সংগঠন ‘হৃদ্যতার বন্ধন’ মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সচেতন শিক্ষার্থীর সংসদ শিগগিরই তাদের ২৬টি পদে প্রার্থিতার তালিকা প্রকাশ করবে।

ভিপি পদে সম্ভাব্য প্রার্থী আব্দুর রহমান রবিন বলেন, “আমরা নারী শিক্ষার্থী, মুক্তিযুদ্ধ পদ ও প্রতিবন্ধী শিক্ষার্থী অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করছি।”

অন্যদিকে নবাব ফয়জুন্নেছা হলের নতুন সংগঠন ‘হৃদ্যতার বন্ধন’-এর প্যানেলেও ভিপি পদে প্রমিতা চাকমা, জিএস পদে সিংঞোইউ মারমা এবং এজিএস পদে মে থুই চিৎ খেয়াং প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জানিয়েছেন, নতুন হল হওয়ায় সংস্কারের প্রয়োজন মেটাতেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।

মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

প্রিন্ট করুন