আজ ১৫ই সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যার পর শ্রীবরদী পৌর এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল উঠতি বয়সীদের অনলাইন জুয়া, মোবাইল গেইম, পড়াশোনা উপেক্ষা করে আড্ডা দেওয়া ইত্যাদি প্রতিরোধ করা।
অভিযান চলাকালে অফিসার ইনচার্জ জনাব আনোয়ার জাহিদ এর নেতৃত্বে পুলিশ টিম এবং সেনাবাহিনী দলও উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে অভিযানটি সফলভাবে সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, যুব সমাজকে মাদক, জুয়া ও অযাচিত সময় কাটানোর কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

শ্রীবরদী প্রতিনিধি: