১৯৯৯ সালে যারা সখিপুর উপজেলা থেকে এসএস সি পাশ করেছিলো তাদের নিয়ে ২০২২ সালের ২৯ জুলাই একটি ব্যতিক্রমধর্মী সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এস.এস.সি ‘৯৯ ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠিত হয়| এ সংগঠনের মূল উদ্দেশ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা করা ও বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এছাড়া এ সংগঠন থেকে সকল বন্ধুদের প্রতিবছর মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতার আজ সকাল ৯:৩০ ঘটিকায় বহেড়াতৈল হতে নৌকা ছেঁড়ে ডুমলিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্হান করে। উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বন্ধুরা সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেয়। মধ্যাহ্নভোজ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটি প্রভাষক মনসুর আলীর সভাপতিত্বে প্রভাষক হাফিজুল ওয়ারেছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মো: শিহাব উদ্দিন, প্রকাশক ও সম্পাদক, দৈনিক জন জাগরণ, জি. এস. জয়,নির্বাহী সম্পাদক, দৈনিক জন জাগরণ,
নূর-ই-আজম, যুগ্ম আহ্বায়ক, সখিপুর উপজেলা যুবদল, অধ্যক্ষ মেহেদী হাসান
জুয়েল, ব্যাংকার জুয়েল, ব্যাংকার রাকিব তালুকদার, প্রভাষক মোশারফ হোসেন, সাবেক সভাপতি নূর মোহাম্মদ সিরাজী, সদস্য সচিব রফিক আমিন, ডাঃ মাসুদ রানা, কৃষিবিদ রফিকুল ইসলাম, ব্যাংকার জাহিদ সহ প্রমুখ।

মোঃ মেরাজ শিকদার, বিশেষ প্রতিনিধি (সখিপুর)