ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জামায়াতে ইসলামীর শেরপুর-১ (সদর) আসনে প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম। শুক্রবার ভোরে জামালপুর জেলার নারিকেলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতভর গাড়ি চালানোর কারণে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের খাদে চলে যায় এবং একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়।
গাড়িতে রাশেদুল ইসলামসহ কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। সৌভাগ্যক্রমে চালকসহ কেউ গুরুতর আহত হননি এবং সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এ ঘটনার পর রাশেদুল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমতে বড় ধরণের কোনো বিপদ হয়নি। সবাই ভালো আছি। যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন-তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।”

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি