আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহের নেতারা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর সারিন্দা রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহের বিভিন্ন আসনের মনোনীত এমপি প্রার্থীগণ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে তাদের নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচন এবং তাদের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক আলোচনায়
বক্তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ। প্রার্থীরা ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সমস্যা, যেমন—বেকারত্ব, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেন। এ সময় তারা নিজেদের রাজনৈতিক আদর্শ এবং কীভাবে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে চান, সে বিষয়েও মতামত তুলে ধরেন তারা।
এসময় সাংবাদিকরা প্রার্থীদের রাজনৈতিক কৌশল, জোট গঠন এবং নির্বাচনী ইশতেহার নিয়ে জানতে চাইলে
ময়মনসিংহ জেলা নেতারা সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এবং তাদের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পূর্ব) এর সভাপতি মুফতি আব্দুস সালাম রহমানী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, জেলা (পূর্ব) এর সহ-সভাপতি মুফতী আজিমুদ্দীন শাহ জামালী ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ-১ (ধোবাউরা-হালুয়াঘাট) মাওলানা তাজুল ইসলাম, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মুফতি মোহামাদুল্লাহ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী ফজলুর রহমান, ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী মুফতি মোশতাক আহম্মেদ ফারুকী, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) মুফতি হাবীবুর রহমান, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের প্রার্থী মুফতি আব্দুল কাদের, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা আব্দুল কাদের, ময়মনসিংহ-১০ (গফরগাও) আসনের প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী, ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনের প্রার্থী হাফেজ মামুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ অফিস ইনচার্জ মো: সাইফুল ইসলাম, দৈনিক দিনকালের প্রতিনিধি আমানুল্লাহ আকন্ত জাহাঙ্গীর, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি আবু সালেহ মুহাম্মদ মুসা প্রমুখসহ ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আব্দুল হালিম সরদার, বিশেষ প্রতিনিধি (ময়মনসিংহ)