প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৫ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
আজ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে ঝটিকা মিছিলের ভিডিও দেখে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার একটি টীম। পুলিশ জানিয়েছে, তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছিল।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ গণমাধ্যমকে জানান, গতকাল ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের সম্মুখে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা চালাই। আজ ভিডিও দেখে সনাক্ত করে তাদের আগ্রাবাদ ডেবার দক্ষিণপাড় গলির মুখে রাস্তার উপর থেকে আটক করা হয়।

তাদের মধ্যে রয়েছেন মো. জাফর প্রকাশ সানজিদ, বাহারুল হোসেন রকি, মোঃ পিয়াস, মোঃ আল আমিন শেখ, মোঃ আমির হোসেন বাচ্চু এবং মোঃ রাব্বী। তারা নগরীর ডবলমুরিং এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।

ওসি জানান, বাবুল আজাদ বলেন, গ্রেপ্তারকৃতরা সরকার উৎখাতের উদ্দেশ্যে মিছিল করছিল। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-১০ দায়ের করা হয়েছে।

ওসি আরো জানান, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ধারা অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন